ক্ষুধা

49

কত যে ক্ষুধার্ত একমুঠো ভাত হলে চলেÑ
তুমি তা বুঝতে পেরেছ, তাই তোমাদের
আন্নির একটি অংশ নিয়ে এলে-
হয়তো ইচ্ছে, এটুকু সম্ভাষণ
আর কি বা চাহিদা কোন তন্বির হাতে এমনটা হতো;
মিউ-মিউ বিড়ালের সন্মুখে এটুকু উচ্ছিষ্ট ছিটিয়ে দিলে আর গর্জন-তর্জন করে না; এরা শান্ত-লেজ বিশিষ্ট-ডিমে তা- দেয়ার মতো লম্বা নিদ্রা দেয়…বড়ই আরাম!
আর বাঘ অথবা নেকড়ে তো আস্ত ছিঁড়ে ছিঁড়ে ভুঁড়িভোজনে মেতে উঠে, তখন অবস্থাটা কোথায় দাঁড়ায় –
ওরাও তিনটি চার পায়ের জন্তু জবাই দেবে আজ…