কোভিড-১৯ মোকাবেলায় অগ্রসার পরিবারের সহায়তা প্রদান

30

মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের প্রতিষ্ঠিত অগ্রাসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ ও অগ্রসার ফান্ড- জাপানের পৃষ্ঠপোষকতায় মহাসংঘনায়কের ছোটভাই প্রয়াত যামিনী রঞ্জন বড়ুয়া ও নিহারীকা বড়ুয়া’র সন্তান সেইসা ইউনিভারসিটি জাপানের প্রফেসর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন পরিচালক, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী প্রফেসর ড. সুমন বড়ুয়া (বাবু) ও ত্বদীয় সহধর্মিণী অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া’র উদ্যোগে বৈশ্বক মহামারি কোভিড- ১৯ মোকাবেলার অংশ হিসাবে রাউজান উপজেলাস্থ সুলতানপুর করোনা আইসোলেশন সেন্টারে প্রথম সারির কোভিড যোদ্ধা চিকিৎকদের সুরক্ষা সামগ্রী (পিপিই, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক) প্রদান করেন। অগ্রসার মেমোরিয়াল সোসাইটির মহাসচিব ভদন্ত সুমিত্তানন্দ থের উক্ত সুরক্ষা সামগ্রী তুলে দেন এবিএম ফজলে করিম চৌধুরী গঠিত সেচ্ছাসেবক প্রধান জমির উদ্দিন পারভেজের হাতে। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার মো.জোনায়েদ কবীর সোহাগ, রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. নুরে আলম দ্বীন, ব্যাংকার মফজ্জল হোসেন, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ। এছাড়া রাউজান থানা, পূর্বগুজরা তদন্ত কেন্দ্র, নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি, মগদাই পুলিশ ফাঁড়িতেও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। উক্ত সামগ্রী গ্রহণ করেন রাউজান থানার ওসি মো.কেফায়েত উল্লাহ, পিপিএম। এসময় উপস্থিত ছিলেন রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুর হোসেন মামুন, প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, ভদন্ত সুমনানন্দ থের, ভদন্ত করুণানন্দ ভিক্ষু, ইউ পি সদস্য ফুটন বড়ুয়া ও তরুণ সমাজ সেবক সৌম্যম বড়ুয়া বাপুন। উল্লেখ্য অগ্রাসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ ও অগ্রসার ফান্ড- জাপান করোনাকলীন সময়ে চট্রগ্রমের শতাধিক বৌদ্ধ মন্দির, জাতি-ধর্ম নির্বিশেষে পূর্বগুজরায় ২৫০ পরিবার, কুমিল্লায় ৬০ পরিবার, সিলেটে ৪০ পরিবারকে মানবিক উপহার প্রদান করেন।