কেঁয়াগড় মগদ্বেশ্বরী মায়ের স্মরণে মহতী ধর্ম সম্মেলন

51

আনোয়ারা কেঁয়াগড় গ্রামে শ্রী শ্রী মগদ্বেশ্বরী মায়ের স্মরণে শিব চতুর্দশী উৎসব গত ২১ ফেব্রূয়ারি ৩দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। মন্দির প্রাঙ্গনে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিলো শিবস্নান, শিব পূজা, গীতাপাঠ, ভক্তিমূলক গান, ধর্ম সম্মেলন, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও প্রসাদ বিতরণ। মন্দির উন্নয়ন কমিটির সম্মানিত সভাপতি মাষ্টার প্রকৃত রঞ্জন দত্তের সভাপতিত্বে প্রথম দিবসে অনুষ্ঠিত ধর্ম সম্মেলনে শুভ উদ্বোধক ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেছেন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। প্রধান অতিথি ছিলেন ৮নং চাতরী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মো: ইয়াছিন (হিরু), প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক চেয়ারম্যান অসীম কুমার দেব, বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা পূজা পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকার, শিল্পপতি নিলয় বিকাশ দাশ, শিক্ষক রাখাল চন্দ্র সিকদার, নিখিল চন্দ্র দত্ত, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযুষ দত্ত, পূজা কমিটির প্রচার সম্পাদক ঝোটন মজুমদার, রনধীর দত্ত, আব্দুল্লাহ আল হারুন, ধর্মীয় আলোচক ছিলেন সবুজ কান্তি বড়ুয়া। মহোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. রাইটন দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি এড. শ্রীপদ মিত্র। এতে আরও বক্তব্য প্রদান করেন তপন কান্তি দত্ত, মিলন দত্ত, রতন দত্ত, সুব্রত দত্ত, ইউপি সদস্য বিকাশ ঘোষ সহ প্রমুখ। বিজ্ঞপ্তি