কাশ্মির সীমান্তে পাক ভারত গোলাগুলি ৩ সেনা নিহত

56

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার উভয় দেশের কর্মকর্তারা জানান, এই গোলাগুলিতে দুই পাকিস্তানি ও একজন ভারতীয় সেনা নিহত হয়েছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, বুধবার দেওয়া এলাকায় তাদের সেনাদের ওপর আক্রমণ হয়। এতে দুই সেনার মৃত্যু হয়। তারা পাল্টা গুলি ছুড়ে। হাজিপির এলাকায়ও দুই দেশের সেনাবাহিনীর গুলিবিনিময় হয়েছে। এই গুলিবর্ষণকে বিনা প্ররোচনায় অস্ত্রবিরতি চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করেছে পাকিস্তান।
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেছেন, বুধবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের রামপুর এলাকায় তাদের সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
এতে এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে। পরে তারা পাল্টা গুলি ছোড়ে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি দুই সেনা নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন। এলাকাটির শান্তি বিনষ্টের জন্য তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।