কাশ্মিরি অ্যাক্টিভিস্ট শেহলার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

19

ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ‘বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানোর অভিযোগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কাশ্মিরি অ্যাক্টিভিস্ট শেহলা রশিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। কাশ্মিরিদের ওপর নৃশংসতা চালাচ্ছে সেনাবাহিনী, এমন অভিযোগ এনে ১৮ আগস্ট একাধিক টুইট করেন তিনি। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। এ ঘটনায় শুক্রবার দিল্লি পুলিশের স্পেশাল সেলে শেহলার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।
দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় একটি বিলও। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে।