কালুরঘাট সেতু বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজার পর্যন্ত রেলপথ হবে মতবিনিময় সভায় নওফেল

97

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে জাগ্রত করে চট্টগ্রাম-৮ আসনের আসন্ন উপ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। এ জন্য তৃণমূল স্তরের নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে বর্তমান সরকারের সাফল্য অর্জনে বার্তাগুলো পৌঁছে দিয়ে কালুরঘাট সেতু বাস্তবায়ন করে কক্সবাজার পর্যন্ত রেলপথ যোগাযোগ সম্প্রসারিত করার অঙ্গীকার সম্পন্ন করে আমার বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্বপ্ন পূরণে সচেষ্ট হতে হবে।
তিনি গতকাল চশমা হিলস্থ বাসভবনে চট্টগ্রাম-৮ আসনে নৌকার প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের নির্বাচনী মতবিনিময় সভায় সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, শ্রম সম্পাদক আবদুল আহাদ, কার্যনির্বাহী সদস্য হাজী মো. ইয়াকুব, মহব্বত আলী খান, আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, থানা আওয়ামী লীগের নুরুল ইসলাম, খলিলুর রহমান, শফিউল আলম ছগির, মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, ওয়ার্ড আওয়ামী লীগের কাজী রাজেশ আলী জাহাঙ্গীর, নূর মোহাম্মদ নুুরু, রফিকুল আলম, শামসুল আলম, আবদুস শুক্কুর ফারুকী, এড. আইয়ুব খান, নিজাম উদ্দিন নিজু, নাজিম উদ্দিন চৌধুরী, সাইফুদ্দিন খালেদ, আশরাফুল আলম, আবদুর রহিম, জসিম উদ্দিন, দলিলুর রহমান, আবদুল মালেক, সাইফুদ্দিন খালেদ মাসুক, সাবেক ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দিন, আরশেদুল আলম বাচ্চু প্রমুখ। বিজ্ঞপ্তি