কাবুলের ম্যাটার্নিটি হাসপাতালে হামলা নারী ও শিশু উদ্ধার

28

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে সন্ত্রাসী হামলায় অন্তত চার জন নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয়রা দুটি বিস্ফোরণের পর গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন। দাতব্য সংস্থা মেডিসিন স্যানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) পরিচালিত ওই হাসপাতালে হামলার সময়ে বিদেশি নাগরিকসহ প্রায় ১৪০ জন কর্মী ছিল। তাদের অনেকেই এখনও সেখানে আটকা রয়েছেন। ওই হাসপাতাল থেকে নারী ও শিশুসহ প্রায় ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কোনও গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি। মঙ্গলবার কাবুলের হাসপাতালে হামলার পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় এক পুলিশের শেষকৃত্যে চালানো হামলায় অন্তত ২১ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।