কলম্বিয়ায় সামরিক বাহিনীর অভিযানে ফার্ক নেতা নিহত

28

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় সামরিক বাহিনীর অভিযানে দেশটির সশস্ত্র বিপ্লবী দল ফার্কের নেতা রদ্রিগো কেডেট নিহত হয়েছেন। অভিযানে রিভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্কের) নেতা ৫২ বছর বয়সী রদ্রিগো কেডেটসহ দলটির আরও নয় সদস্য নিহত হয়েছেন। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী গুইলারমো বোটেরো বলেন, রদ্রিগো তার দলের অস্ত্র জমা না দিয়ে, দলের প্রায় ১৭০০ সদস্যকে একত্রিত করার চেষ্টা করছিলেন। তাদের বেশিরভাগই এখন দূরবর্তী জঙ্গল এলাকায় থেকে তাদের কার্যক্রম পরিচালনার পাশাপাশি অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে লড়াই করছে।
২০১৬ সালে দলটির বেশিরভাগ সদস্যই শান্তি চুক্তিতে সম্মতি দেয়, যা কয়েক দশক ধরে চলা সশস্ত্র সংঘাতের অবসান ঘটায়। রদ্রিগো কিউবার রাজধানী হাভানাতে প্রায় চার বছর ধরে শান্তি আলোচনায় অংশ নিলেও চুক্তিগ্রহণ করতে অসম্মতি জানান। বাংলানিউজ