কর্ণফুলী এলাকা থেকে দেড় লাখ টাকার ফার্নিচার জব্দ

55

কর্ণফুলী এলাকা থেকে দেড় লাখ টাকার ফার্নিচার জব্দ করেছে বন বিভাগ। বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে দক্ষিণ বন বিভাগ অবৈধ ফার্নিচার পাচারকালে এসব জব্দ করার ঘটনা ঘটে। গত বুধবার ভোর সাড়ে ৫টায় কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকা থেকে এসব ফার্নিচার আটক হরা হয়। ওই ঘটনায় বন আইনে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়ক ও পটিয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়ক দিয়ে কিছুদিন ধরে অবৈধভাবে ফার্নিচার ও জনব সম্পদ এবং কাঠ পাচার হয়ে আসছিল। গোপন সংবাদে গতকাল দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (সদর শহর রেঞ্জ) মোহাম্মদ ওমর ফারুক অভিযান চালান। এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের মোহাম্মদ কায়সার, মোহাম্মদ ইউনুচ, মোহাম্মদ জাকির হোসেন। দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (সদর শহর রেঞ্জ) মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, অবৈধ আকাশমনি কাঠের তৈরি ফার্নিচার পাচার ও পাহাড়ি কাঠ পাচারের সংবাদ পেয়ে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে অভিযান চালিয়েছেন। এসময় আকাশমনি কাঠের তৈরি ৪ আইটেমের ১০ সেট ফার্নিচার জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য দেড় লক্ষাধিক টাকা। ফার্নিচার জব্দ করার ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।