করোনা পরিস্থিতির কারণে যাতে কেউ কষ্ট না পায়

18

বান্দরবান পৌর এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে জনগণকে রক্ষা করার জন্য লকডাউনে থাকা অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে বান্দরবান পৌরসভার ব্যবস্থাপনায় ৬ষ্ট বারের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে বান্দরবান পৌরসভা প্রাঙ্গনে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা স্ব স্ব ওয়ার্ড কাউন্সিলরদের প্রদান করেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। এ সময় মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী মং সুই খই মারামাসহ পৌর কাউন্সিলরগন। এ সময় গাড়ীযোগে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে দুরত্ব বজায় রেখে প্রায় ৯ হাজার ২৭৮ পরিবারের ঘরে ঘরে চাউল সরববরাহ করা হয়। এদিকে বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতির কারণে যাতে কেউ কষ্ট না পায়, তারজন্য আমরা গরীব ও অসহায় দিনমজুর পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। পরে তিনি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে সচেতন থাকার আহবান জানান। প্রসঙ্গত, এই পর্যন্ত বান্দরবান পৌর এলাকায় করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য লকডাউনে থাকা অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারদের মাঝে প্রায় ৪৩ হাজার ১২০ প্যাকেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।