করোনাভাইরাস : বেকার হতে পারে ‘আড়াই কোটি’ মানুষ

31

মহামারী রূপে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে প্রায় আড়াই কোটি মানুষ চাকরি হারাতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। জাতিসংঘ সংস্থাটির এই আশঙ্কামূলক মূল্যায়নটির কথা বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আইএলও বলছে, ২০০৮ সালের বৈশ্বিক মন্দার সময়কার মতো বিশ্বজুড়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হলে সম্ভাব্য বেকারত্বের হার অনেক কম হতে পারে। সংস্থাটির মহাপরিচালক গাই রাইডার বলেন, শুধু স্বাস্থ্য ক্ষেত্রের নয়- এটা বৈশ্বিক শ্রমবাজার ও অর্থনীতিরও সংকট; মানুষের ওপর এর ভয়ানক প্রভাব আছে। মহামারী রূপে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে প্রায় আড়াই কোটি মানুষ চাকরি হারাতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
জাতিসংঘ সংস্থাটির এই আশঙ্কামূলক মূল্যায়নটির কথা বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আইএলও বলছে, ২০০৮ সালের বৈশ্বিক মন্দার সময়কার মতো বিশ্বজুড়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হলে সম্ভাব্য বেকারত্বের হার অনেক কম হতে পারে। সংস্থাটির মহাপরিচালক গাই রাইডার বলেন, শুধু স্বাস্থ্য ক্ষেত্রের নয়- এটা বৈশ্বিক শ্রমবাজার ও অর্থনীতিরও সংকট; মানুষের ওপর এর ভয়ানক প্রভাব আছে।