করোনাভাইরাস ইরানে জুমার নামাজ বাতিল

18

ইরানে করোনা ভাইরাসে প্রায় শখানেক মানুষের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জনসমাগমস্থল থেকে সংক্রমণের আশঙ্কায় আগামীকাল শুক্রবার দেশজুড়ে সবকটি শহরে জুমার নামাজ বাতিল করা হয়েছে। বুধবার কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। স¤প্রতি ইরানিয়ান ন্যাশনাল কমিটি অন কমব্যাটিং করোনা ভাইরাস জানিয়েছে, দেশটিতে নতুন করে ৫৮৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
মারা গেছে ১৫ জন। সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে করোনা ভাইরাসে এ নিয়ে দুই হাজার ৯২২ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন ৯২ জন। সরকারি হিসাবে ৯২ জনের মৃত্যুর কথা বলা হলেও বিবিসি জানিয়েছে, গত মাসের শেষ দিকেই মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এদিকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবারও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার রাজধানী তেহরানে এক সরকারি অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। ইরানে প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা প্রস্তাবকেও ‘মিথ্যা’ হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যানের ঘোষণা দেন হাসান রুহানি। তিনি বলেন, তার দেশকে যদি ওয়াশিংটন সত্যিকারভাবেই এক্ষেত্রে সহায়তা দেওয়ার ইচ্ছা পোষণ করে, তাহলে তাদের উচিত প্রথমেই তেহরানের চিকিৎসা সামগ্রী আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া।