কক্সবাজার সমিতি চট্টগ্রামের স্মরণসভা অনুষ্ঠিত

8

 

কক্সবাজার সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মরহুম অধ্যাপক নাজেমুল হকের স্মরণসভা গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুর খালেক মিলনায়তনে গতকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। সমিতির সমাজকল্যাণ সম্পাদক ও মহেশখালী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ। সমিতির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মোহাম্মদ আবু আহসান, পাহাড়তলী কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, ওমরগনি এমইএস কলেজের উপাধ্যক্ষ ও সমিতির আজীবন সদস্য রেজাউল করিম সিদ্দিকী, টেকনাফ সমিতির সভাপতি ও সমিতির সাবেক সহ-সভাপতি মোকতার আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ও অত্র সমিতির আজীবন সদস্য ব্যারিস্টার তাইসীর মাহমুদ। স্মৃতিচারণ করে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি এ জে এম গিয়াসুদ্দিন, পাহাড়তলী কলেজের অধ্যাপক মুজিবুর রহমান ও অধ্যাপক মো. হানিফ, কুতুবদিয়া সমিতি ও সমিতির অর্থ সম্পাদক ইয়াসিন সিদ্দিকী, স্বাস্থ্য পরিবেশ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক মনি, বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ এর মহাসচিব ও কার্যকরী পরিষদ সদস্য হাফেজ মো. আমানুল্লাহ, আব্দুল হান্নান চৌধুরী, মরহুমের সন্তান আবরার হাবিব প্রমুখ। উপস্থিত ছিলেন পেকুয়া সমিতির সাধারণ সম্পাদক ও সমিতির আজীবন সদস্য মোরশেদ জাফর, কুতুবদিয়া সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক সিদ্দিকী, সমিতির সহ-সভাপতি আবু ওয়ালিদ মুহাম্মদ হারুন ও জমির উদ্দিন চৌধুরী, শিক্ষা ও সাহিত্য সম্পাদক দিদারুল আলম, আইন বিষয়ক সম্পাদক মো. জহিরুল হক, দপ্তর ও গণসংযোগ সম্পাদক মো. রায়হান উদ্দিন, মহিলা সম্পাদক ইয়াসমিন আনিস চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য মো. আশফাকুর রহমান, আতিকুল ইসলাম সহ অসংখ্য গুণগ্রাহী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক এ এন এম সোহাইল। সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি