এক দশকের মধ্যে প্রথম মন্দায় হংকংয়ের অর্থনীতি

13

কয়েক মাস ধরে বিক্ষোভ-গোলযোগপূর্ণ হংকংয়ে এক দশকের মধ্যে প্রথম অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে এর আগের তিন মাসের তুলনায় দেশটির অর্থনীতি ৩ দশমিক ২ শতাংশ সংকুচিত হয়েছে। এ হিসাবে এক বছর আগের তুলনায় এ বছর তৃতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি সংকুচিত হয়ে নেমে এসেছে ২ দশমিক ৯ শতাংশে। পর্যটকরা হংকংয়ে পা বাড়াচ্ছেন না। চলমান সরকারবিরোধী বিক্ষোভ-পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে দোকানদাররাও ভুক্তভোগী হচ্ছে। চীনের মূলভূখন্ডে বন্দি প্রত্যর্পণ নিয়ে একটি প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে গত জুন মাস থেকে হংকংয়ে এ আন্দোলন-বিক্ষোভ শুরু হয়। টানা বিক্ষোভের মুখে ওই বিল প্রথমে ‘মৃত’ এবং পরে বাতিল ঘোষণা করা হলেও আন্দোলন থামেনি। বরং গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা আত্মনিয়ন্ত্রণাধিকারের আরো অনেক দাবি নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। গত কয়েকমাস ধরে প্রতি সপ্তাহেই বিক্ষোভ হচ্ছে। ব্যাপক বিশৃঙ্খলা এবং হত্যার ঘটনাও ঘটছে। বৃহস্পতিবারের বিক্ষোভে একজন মারাও গেছে।