‘একটি তর্জনী থামিয়ে দিলো পাকিস্তানিদের গর্জন’

190

যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতার দিবস। দিবসটিতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম-এই কথাটি বলার মত সাহস, সেই সময় একজন ব্যক্তিরই ছিল। তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর একটি হাতের তর্জনী থামিয়ে দিলো পাকিস্তানিদের সব গর্জন। বঙ্গবন্ধুর একক নির্দেশনায় ২৬ মার্চ বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। পাক হানাদাররা মুক্তিবাহিনীর আক্রমণ সহ্য করতে পারলো না। যার ফলাফল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের বিজয়। এসময় ৯৩ হাজার সৈন্যসহ পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক জেনারেল এ এ কে নিয়াজি আত্মসমর্পণ করলেন। আমাদের মুক্তিযুদ্ধ শেষ হলো। বাংলাদেশ স্বাধীন হলো।
স্বাধীনতার গল্প শুনি : স্বাধীনতা দিবস উপলক্ষে ভৌত বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম একাডেমিতে ‘স্বাধীনতার গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শিশুদের যুদ্ধদিনের গল্প শুনিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক। বুধবার সকালে নগরীর মুরাদপুরস্থ একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর পুলিশের এ কর্মকর্তা। প্রধান অতিথি বক্তব্যে তিনি ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং কীভাবে সেই ঘোষণা দেওয়া হয়েছিল, তা শিশুদের জানান। এই প্রজন্মের শিশুরাও আগ্রহ নিয়ে শুনেছে মুক্তিযুদ্ধের নানা গল্প। একাডেমির চেয়ারম্যান ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দেবদূত মজুমদার, পাঁচলাইশ মডেল থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া। এর আগে একাডেমি প্রাঙ্গণে শিশু শিক্ষার্থীদের আঁকা ছবি দেখেন আমন্ত্রিত অতিথিরা। পরে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সিভাসু : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে সকাল ৮টায় একযোগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপাচার্য শহীদ মিনার, বঙ্গবন্ধু ম্যুরাল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী ইউনিয়ন, অনুষদ, আবাসিক হল এবং প্রগতিশীল শিক্ষক ফোরামসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনার ও বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সকাল ৯টায় ছাত্র বনাম শিক্ষক, সাড়ে ১০টায় ছাত্রী বনাম শিক্ষিকা-মহিলা কর্মকর্তা এবং দুপুর ১২টায় ছাত্র বনাম কর্মকর্তা প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের প্রীতি ফুটবল খেলা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাতে ছাত্র হল ও ছাত্রী হলে খাবার পরিবেশন করা হয়।
ইউএসটিসি : স্বাধীনতা দিবসে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি), ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সায়েন্স (আইএএইচএস), বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল ও আনোয়ারা নুর নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, সোয়া ৯টায় ফয়েসলেক বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১১টায় স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. নুরুল আবছারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহাম্মদ ইসমাইল খান। বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম, দৈনিক পুর্বদেশের যুগ্ম-সম্পাদক আবু তাহের মোহাম্মদ, আইএএইচএস’র প্রিন্সিপাল প্রফেসর ডা. এ এম এম এহতেশামুল হক, ইউএসটিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ সিপারউদ্দিন, বিবিএমএইচ’র পরিচালক ডা. শেখ মাহসিদ নুর। বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ভারপ্রাপ্ত ডীন আখতার জাহান, ফার্মাকলোজি বিভাগের প্রধান ডা. আশিষ কুমার মজুমদার, আনোয়ারা নুর নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মিনারা খানম প্রমুখ। ইউএসটিসি’র রেজিস্ট্রার ইনচার্জ দিলীপ কুমার বড়–য়ার সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করেন বিজ্ঞান প্রকৌশল প্রযুক্তি অনুষদের প্রভাষক সাবিহা তাসনিম।
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি : ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির খুলশী নোমান সোসাইটিস্থ ক্যাম্পাস প্রাঙ্গণে মঙ্গলবার বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ দোহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, সভাপতির বক্তব্য দেন অধ্যাপক সামস উদ দোহা। রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্কুল অব বিজনেসের ডিন ড. মুহাম্মদ রকিবুল কবির ও স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মুহাম্মদ নাজিম উদ্দিন। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আইআইইউসি : মঙ্গলবার সকালে কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে আইআইইউসি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র ভাইস চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন। প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো. দেলাওয়ার হোসেন। বক্তব্য দেন আইআইইউসি’র রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাসেম পিএসসি (অব.), ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মাসরুরুল মাওলা, প্রক্টর ড. মোহাম্মদ কাওসার আহমেদ এবং হল প্রভোস্ট মো. সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ এবং ছাত্রদের পক্ষে স্টুডেন্ট এম্বেসেডর (এলামনি) আবু নাসের। অনুষ্ঠান পরিচালনা করেন স্টুডেন্ট এফেয়ার্স ডিভিশনের অতিরিক্ত পরিচালক কবি চৌধুরী গোলাম মাওলা। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. এমদাদ হোসেন।
পোর্ট সিটি ইন্টা. ইউনিভার্সিটি : স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার এর নেতৃত্বে চট্টগ্রাম শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান সহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিআইইউ : স্বাধীনতা দিবসে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে কবিতা পাঠ, স্মৃতিচারণ ও আলোচনা সভা। নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠানে শিক্ষক ও ক্লাবের সদস্যরা অংশ নেন। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমার উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সস-এর ডিন কাজী মোস্তাইন বিল্লাহ, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, সিআইইউর উপদেষ্টা অধ্যাপক ড. এম আইয়ুব ইসলাম ও বিজনেস স্কুলের ডিন ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ। অনুষ্ঠানে সিআইইউর ৯টি ক্লাবের সদস্যরা নিজস্ব পরিবেশনায় অংশ নেন। ক্লাবগুলোর মধ্যে ছিলো-মডেল ইউনাইটেড নেশন্স ক্লাব, সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, এইচআরএম সোসাইটি, ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাব, কালচারাল ক্লাব, ইনট্রিনসিক ফাইন্যান্স ক্লাব, বিজনেস স্টুডেন্টস সোসাইটি, ইন্ডিপেন্ডেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব ও ইংলিশ ক্লাব।
প্রিমিয়ার ইউনিভার্সিটি : ২৫ মার্চ রাত ১০টায় নগরীর জিইসি মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রফেসর ড. মোহীত উল আলম। শহীদ মিনার প্রাঙ্গণে গণহত্যায় শহীদদের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করার পর উপাচার্যের উপদেষ্টা ও প্রধান প্রকৌশলী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন তড়িৎ প্রকৌশল বিভাগের প্রভাষক সাইফুদ্দিন মুন্না। বক্তব্য দেন রেজিস্ট্রার খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ। উপস্থিত ছিলেন ব্যবসা শিক্ষা অনুষদের সহকারী ডিন মঈনুল হক, প্রক্টর আহমদ রাজীব চৌধুরী, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান সোহেল এম শাকুর, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী, তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, উপ-পরিচালক (হিসাব) হাছানুল ইসলাম চৌধুরী এবং ডেপুটি লাইব্রেরিয়ান কাউসার আলম প্রমুখ।
বটতলী এয়াকুবিয়া দাখিল মাদরাসা : আানোয়ারা বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) এয়াকুবিয়া দাখিল মাদরাসার উদ্যেগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা গত ২৬ মার্চ মাদরাসাস্থ ছালেহ আহমদ চৌধুরী হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালানা পরিষদের সভাপতি, কলামিস্ট ও অ্যাডভোকেট সালাদ্দিন আহমদ চৌধুরী লিপু। মাদরাসা সুপার মাওলানা মো. হাশেমুর রশিদ এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ওমর ফারুক বাবু’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মো. আইয়ুব আলী, মাদরাসা পরিচালানা পরিষদের অভিভাবক সদস্য যথাক্রমে মো. তৈয়ব, সিরাজুল ইসলাম, আবদুল গফুর ও হাবিবুর রহমান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সুপার মাওলানা মো. ইলিয়াছ, সিনিয়র শিক্ষক বদিউল আলম চৌধুরী, মো. হেফজুর রহমান, মো. আজম উদ্দিন নুরী, মাওলানা ওসমান গণি, মাওলানা খুরশীদ আহমদ, মাওলানা মো. বাহার, মো. রমিজ উদ্দিন, শিক্ষিকা জেসমিন আক্তার, শাহিদা বেগম ও মিসকাতুন নেছা প্রমুখ। সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন মাওলানা নেছার আহমদ হাবিবী।
ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজ : স্বাধীনতা দিবসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এএম শহিদুল আলম। প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার সিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিচালক শাহেলা আবেদিন, এড. আলমগীর মু. ইউনুস, মো. হেলাল উদ্দিন ও উদ্যোক্তা মো. সোলাইমান। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন। ছাত্র-ছাত্রীর পক্ষে বক্তব্য দেন অষ্টম শ্রেণির ছাত্র সাঈদ বিন রহমান নয়ন। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন জগদীশ দাশগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক হুমায়ুন কবির দীহান। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি হয়।
বাঁশখালী ছাত্রদল : স্বাধীনতা দিবসে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল আলিম, পৌরসভা ছাত্রদল সভাপতি জিয়াউল হাছান হোসাইনী, সাধারণ সম্পাদক ওসমান গণি মুজাহিদ, ৭নং ওয়ার্ড সহ-সভাপতি হেলালুল ইসলাম, যুগ্ম সম্পাদক নেজাম উদ্দিন, আলাওল কলেজ যুগ্ম সম্পাদক মো. ইউনুস, সরল ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদল সদস্য দিলদার এইচ এম দিলদার এইচ রানা, ছাত্রদল নেতা সাঈদ, মিজান, বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা মোরশেদ, ফোরকান, রকি, সেলিম, মানিক, জাহেদ, বাণীগ্রাম স্কুল ছাত্রনেতা নুর উদ্দিন, শোয়েব, ওসমান, সাগর, আবু ছিদ্দিক প্রমুখ।
চীনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন : স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ শানডং, জিয়াংসু, সাংহাই প্রদেশ চীন শাখার উদ্যোগে সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত, মোমবাতি প্রজ্বলন, কেক কাটা, আলোচনা সভার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের এবং বঙ্গবন্ধুর রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চীন শাখার সংগঠক নওশাদুল আমান চৌধুরী (নওশাদ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা মো. মোহাইমেন জামি।
নাসিরাবাদ ওয়ার্ড মহিলা আ.লীগ : ৪২নং নাসিরাবাদ (সাংগঠনিক) ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবসের সভা ২নং গেইটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ থানা আওয়ামী লীগ নেতা আলী আকবর। ওয়ার্ড মহিলা আ.লীগ নেত্রী শ্যামলী শীলের সভাপতিত্বে ও লাকি বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হাজী সিদ্দীক কোম্পানি, এ.ক.এম জাফর উল্লাহ চৌধুরী, মাবুদ সওদাগর, বজল আহম্মদ, মো. হাসান। আলোচনায় অংশ নেন শিরিন আক্তার, পারভীন আক্তার, হালিমা বেগম, ডা. রুপা আক্তার, মরিয়ম বেগম, রুবি আক্তার, আয়েশা আক্তার সুইটি, জাহানারা আক্তার, শিল্পী দাশ, মনোয়ার বেগম, ফারহানা আক্তার, ছগির আহম্মদ, মো. বেলাল, মো. দেলোয়ার, বাবুল দাশ, নটরাজ দাশ, উওম দাশ, সেন্টু দাশ, মো. স্বপন, মো. ইয়াসিন, মো. আশরাফুল যুবদার, মো. সুমন, মো. আরিফ।
বন্দর থানা আওয়ামী লীগ : স্বাধীনতা বিদস উপলক্ষে আলোচনা সভা সংগঠনের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াছ এর সঞ্চালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন মো. ইউনুছ, কামরুল হাসান, মো. সাহেদ বশর, আবদুর রহমান মিয়া, মো. হানিফ, হাজী মো. রফিক, এস এম ইউছুফ আলী, মো. ইদ্রিছ, আলগীর বাদশা, মো. মুজিদ, মো. হোসেন চৌধুরী সাদ্দাম প্রমুখ।
স্বাধীনতা আন্তঃজেলা ঐক্য পরিষদ : স্বাধীনতা আন্তঃজেলা ঐক্য পরিষদের আলোচনা সভা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন আমিনুল হক শাহীন, খবির উদ্দিন, ফজলুল সরকার, শফিকুল ইসলাম, হায়দার আলী, রিয়াজ উদ্দিন, শহিদুল ইসলাম লিটন, ইমরান তালুকদার, ডা. অঞ্চন কুমার বিশ্বাস, সদস্য ফাহিম, মো. ছালাম, মো. ফরিদ হোসেন, মো. মিজানুর রহমান, মো. ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন মো. আলাউদ্দিন, মো. সাইফুল, মো. রাজ্জাক, মো. শামীম, মো. কামরুল, মো. হাসান মাঝি, মো. জাকির, মো. নুরুল ইসলাম মাঝি, মো. মামুন, মো. ইসমাইল, মো. হাসান, ডা. মাসুদ, আর এস কবির, মো. জাহিদ।
এহসান মানবতা মুক্তির সোপান : স্বাধীনতা দিবস উপলক্ষে এহসান মানবতা মুক্তির সোপান এর পক্ষ থেকে সিআরবি শিরিষতলাসহ বিভিন্ন পয়েন্টে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ সোলাইমান আলী রজভী, বিশেষ অতিথি ছিলেন সেনা কল্যাণ ট্রেড সেন্টারের অফিসার মুহাম্মদ কামরুল হোসাইন, ট্যালেন্ট পাবলিক স্কুলের কো-অর্ডিনেটর মুহাম্মদ নজরুল ইসলাম এবং এহসান মানবতা মুক্তির সোপানের সভাপতিমন্ডলীর সদস্য হাফেজ মুহাম্মদ আমিনুল ইসলাম ও জাবেদ ইকবাল, রবিউল হাসান, ইব্রাহিম খলিল, আশরাফুল হোসেন, মহিম উদ্দিন, আরিফুল হক, শামিমুল ইসলাম, আবুল কালাম, মুহাম্মদ জিলানি, এরফানুল হক, আশরাফ উদ্দিন, হাসান উদ্দিন প্রমুখ।
ভিবিডি চট্টগ্রাম জেলা : স্বাধীনতা দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্বপ্নের শৈশব-৮ এর আয়োজন সম্পন্ন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), চট্টগ্রাম জেলা। নগরীর পোস্তারপাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য ছিল ১১টি সেক্টরে ভাগ করা দল, চামচ, মারবেল দৌড়, চাকতি নিক্ষেপ, দৌড় প্রতিযোগিতা, বুক ব্যালান্সিং, চকলেট দৌড়, ট্রেজারা হান্টসহ নানান ধরনের খেলাধুলা এবং দুপুরের পর ভলান্টিয়ার ও শিশুদের যৌথ অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
১০০ এর বেশি সুবিধাবঞ্চিত শিশুদের সাথে এ আয়োজনে অংশগ্রহণ করে ১২০ এর অধিক ভলান্টিয়ার। স্বপ্নের শৈশব আয়োজনে উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার ফয়সাল সিদ্দিকি, সিনিয়র কমিউনিকেশন কো-অর্ডিনেটর সৌরভ সাহা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম বিভাগের সভাপতি সোমেন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রিফাত সামির, কোষাধ্যক্ষ নোমান আবদুল্লাহ, কসমস গ্রুপের চেয়ারম্যান ও টি.কে গ্রুপের লিগ্যাল এডভাইজার আজম শাহ, চট্টগ্রাম জেলার কারা পরিদর্শক (বেসরকারি) আজিজুর রহমান আজিজ, সমাজসেবক আব্দুল মান্নান ফেরদৌস, ব্যাংকার তাহের উদ্দিন, প্রাক্তন ডিভিশন সহ-সভাপতি রিফাত ইয়াসিন, রাশেদ হোসেন, মুস্তাসির অমি সহ প্রমুখ। ভিবিডি চট্টগ্রাম জেলা বোর্ডের সভাপতি মো. জিয়াউল হক সোহেলের সভাপতিত্বে প্রোগ্রাম পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাউসার হোসেন, উপস্থিত ছিলেন সহ সভাপতি কামরুজ্জামান জিয়াদ, কোষাধ্যক্ষ রেবেকা খানম, মানবসম্পদ কর্মকর্তা সৌরভ বড়ুয়া, জনসংযোগ কর্মকর্তা সুকান্ত মিত্র, প্রকল্প কর্মকর্তা গোলাম ইসহাক খান।