উন্নত নাগরিক তৈরীর অন্যতম মাধ্যম অত্র বৃত্তি পরীক্ষা

162

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাউজান উপজেলা (উত্তর) কর্তৃক আয়োজিত শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি ২০১৮’র “সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০১৯ইং রাউজান সদরস্থ এ. কে. এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অত্র পরিষদের উপদেষ্টা জয়নাল আবেদীন জামাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী এমপি।
তিনি বলেন, মেধার বিকাশে এবং মেধাবীদের মূল্যায়নে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তির আয়োজন সত্যিই প্রশংসার দাবীদার। এর মাধ্যমে মেধাবীদের মেধা যেমন বিকাশ ঘটবে ঠিক তেমনি ভবিষ্যত প্রজন্মের মাঝে জাতির সেবক তৈরীর একটি ক্ষেত্র তৈরী হবে।
তিনি এ আয়োজনের সার্বিক সফলতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে এতে উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার ২নং প্যানেল মেয়র মুহাম্মদ জমির উদ্দিন পারভেজ। শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা রাউজান উত্তরের উপ-পরিচালক ন‚র মুহাম্মদ এর পরিচালনায় এবং শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা রাউজান উত্তরের পরিচালক কে.এম.আজাদ রানার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার এহসান মুরাদ, উরকিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, মাওলানা ইয়াসিন হোসাইন হায়দারী, আলহাজ নুরুল আমিন, আলহাজ আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ কাজী মুহাম্মদ এজাজ, মাওলানা সিরাজুল ইসলাম রেজভী, সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, মুহাম্মদ আলমগীর হোসাঈন, মুহাম্মদ আবু রায়হান,হাফেজ মঈন উদ্দিন, মুহাম্মদ মুরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ আকতার হোসেন চৌধুরী। এবাবের আয়োজনে রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পনের জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল, সাতাইশ জন শিক্ষার্থীকে এ গ্রেডে, এবং ছেচল্লিশ জন শিক্ষার্থীকে সাধারণ গ্রেডে বৃত্তির পুরষ্কার প্রদান করা হয়।
এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মনির উদ্দিন, মোহাম্মদ নেজাম উদ্দিন, মহসিন, মুহিব উল­াহ, রেজভী, মোহামদ মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম মামুন, জুলফিকার, মুহাম্মদ সৌরভ ইসলাম,সিরাজুল মোস্তফা সিহাদ, মুহাম্মদ আহমাদুল ইসলাম, রায়হান আকবর, সৈয়দ মুহিব উল্লাহ, কুতুব উদ্দিন, বোরহান উদ্দিন, হোসাইন নুরী, সৌরভ, মুহাম্মদ নাজিম উদ্দিন, ইরফাত, ছালে সায়মন, কায়ছার, নাছির প্রমুখ।