উদার চিত্তের নেতা ছিলেন সেকান্দর হোসেন মিয়া

56

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মাহজাবীন মোরশেদ এমপি বলেছেন, চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা ছিলেন মরহুম সেকান্দর হোসেন মিয়া। জীবনের শেষদিন পর্যন্ত তিনি জনকল্যাণে কাজ করেছেন। শীর্ষস্থানীয় ব্যবসায়ী হলেও সাধারণের সাথে মিশে যেতেন খুব সহজে। নগরীর মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে তার রয়েছে অসামান্য অবদান। গরীব অসহায় জনতার জন্য উদার চিত্তের নেতা ছিলেন তিনি। তিনি গতকাল শুক্রবার মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক এমপি ও সিটি করপোরেশনের ১ম প্রশাসক সেকান্দর হোসেন মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর জাতীয় পার্টি আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পশ্চিম মাদারবাড়ীস্থ মরহুমের কবরস্থান চত্বরে অনুষ্ঠিত নগর জাপা সহ সভাপতি আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসমান খান, কামরুজ্জামান পল্টু, কামাল উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য প্রযুক্তি সম্পাদক ফজলে আজিম দুলাল, নগর শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দীন, নগর যুব সংহতির সভাপতি এস এম সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল বশর সুজন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দীন তুষার, ইপিজেড থানা জাপা সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন রিয়াজ, নগর সাংগঠনিক সম্পাদক আলী আকবর, নগর ছাত্রসমাজ নেতা ওমর ফারুক, নগর পল্লীবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়সাল, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, আবু হাসান, মহিউদ্দিন, আরফাতুল মনির, নাইমুল করিম, ইব্রাহিম আরমান, জাপা নেতা মুনির হোসেন, আবু সায়েদ প্রমুখ। বিজ্ঞপ্তি