উখিয়ায় ২৮ হাজার ইয়াবা উদ্ধার আটক ৫

21

উখিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। গতকাল শনিবার সকালে আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে ডিউটি অফিসার হান্নান জানান।
গত শুক্রবার রাতে উখিয়ার বিভিন্ন স্থানে র‌্যাব এ অভিযান চালায়। এ সময় ২৮ হাজার ৩শ ৭০টি ইয়াবা, ৮টি মোবাইল সেট ও নগদ ৩ হাজার ৭শ ৩০ টাকা উদ্ধার করেছেন র‌্যাব।
আটককৃতরা হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলিয়া গ্রামের আলী আহমদের ছেলে নুরুল ইসলাম (২৭), একই ইউনিয়নের চাকবৈঠা গ্রামে আব্দু শুক্কুরের ছেলে মো. নুর ইসলাম প্রকাশ নুরু সালাম (২৭), পূর্ব ডিগলিয়া গ্রামের সুলতান আহমদের ছেলে ছৈয়দ আলম (৪০), পালংখালী ইউনিয়নের গজঘোনা গ্রামের মো. আলী মিয়ার মেয়ে তৈয়বা বেগম (৩৫) ও জালিয়াপালং ইউনিয়নের মৃত ছৈয়দ আহমদের ছেলে মো. ইব্রাহিম (৪৩)।
র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস নোটে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে উখিয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ে ইয়াবা পাচার করছিল। ইয়াবা কারবারিদের একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় তারা ইয়াবা ব্যবসা চালাচ্ছিল।
উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।