ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার কর্ণফুলীতে

29

মা ও ছেলে একসাথে চালিয়ে যাচ্ছিল ইয়াবা ব্যবসায়। কয়েক মাস আগে কক্সবাজার থেকে ইয়াবা পাচারের সময় মাকে আটক করে কারাগারে পাঠিয়ে দেয় নগরীর বাকলিয়া থানা পুলিশ। গত ২৬ মার্চ জামিনে মুক্তি পেয়ে আবারও ছেলের সাথে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে মা।
গত রবিবার রাত ১১টায় মইজ্জ্যারটেক এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসাহ মা ও ছেলেকে আটক করে কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ। আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার খারিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ পারভেজের স্ত্রী রাজিয়া বেগম চুমকি (৩৯) ও তার ছেলে তানভীর হোসেন শুভ (২৩)।
কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ জানান, রাতে মইজ্জ্যারটেক চেক পোস্ট এলাকায় একটি গাড়ি থেকে নেমে মা ও ছেলে দ্রæত হেঁটে চলে যাচ্ছিল। তাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হলে দুইজনকে আটক করে তল্লাশি করা হয়। এসময় মহিলার হাত ব্যাগে ৬শ পিস এবং ছেলের পকেট থেকে ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় রবিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর মা ও ছেলেকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এসব ইয়াবা নিয়ে তারা মুন্সিগঞ্জ যাচ্ছিল বলে জানা গেছে।