ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

51

রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতানপুর দাইয়্যার ঘাটা এলাকায় মাদক ব্যবসায়ীদের আস্তানায় গোপন সংবাদের ভিত্তিত্বে রাউজান থানার এস আই আরফাত বিন ইউছুপের নেতৃত্বে একদল পুলিশ গত রবিবার ভোর সাড়ে ৫ টার সময় হানা দেয়। এতে মাদক ব্যবসায়ী টিটু চৌধুরী (৩০), ইসমাইল (২৯), আলমগীর (৩০), ও সালমান (২৬) কে আটক করা হয়। পুলিশ চার মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১শ ৩ পিস ইয়াবা ট্যবলয়েট উদ্ধার করে বলে অভিযানে নেতৃত্বদানকারী রাউজান থানার এস আই অরফাত বিন ইউছুফ জানান। রাউজান উপজেলা সদর ও দাইয়্যার ঘাটা, জলিল নগর বাস স্টেশন, সরতের দোকান, নন্দীপাড়া এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন ইয়াবা ট্যবলয়েট সরবারাহ করে ও সুলতানপুর দাইয়্যার ঘাটায় নিজেদের আস্তানায় রেখে বিক্রয় করে আসছে মাদক ব্যবসায়ী টিটু চৌধুরী, ইসমাইল, আলমগীর, সালমান, বাবলু। মাদক ব্যবসায়ী সালমান একধিকবার ইয়াবা ট্যবলয়েট ও পাহাড়ী চোলাই মদ সহ পুলিশের হাতে গ্রেফতার হলে জেল থেকে জামিনে বের হয়ে এসে পুনারায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে একাধিক সুত্রে জানান। মাদক ব্যবসায়ী ইসমাইল, সালমান গত একমাস পূর্বে পুলিশের হাতে আটক হলেও পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে যায়। এলাকার লোকজন জানান, সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির মাদক বিরোধী অবস্থানের কারনে পুলিশ রাউজানের বিভিন্ন এলাকা থেকে পাহাড়ী চোলাই মদ ও ইয়াবা ট্যবলয়েট ব্যবসায়ী ও মাদক সেবীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। মাদক ব্যবসার সাতে জড়িত রাঘব বোয়ালরা পুলিশের ধরা ছোয়ার বাইরে থেকে যায়। গত রবিবার মাদক ব্যবসায়ী টিটু চৌধুরী, ইসমাইল, আলমগীর, সালমান কে গ্রেফতার করার পর তাদের ছাড়িয়ে নিতে তার পক্ষের লোকজন অনেক চেষ্টা করে। পুলিশ কোন চাপের কাছে মাথা নত না করে চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে চার মাদক ব্যবসায়ীকে গত রবিাবর দুপুরে আদালতে সোর্পদ করে। চার মাদক ব্যবসায়ীর মধ্যে সালমানের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে রাউজান থানায় আরো দুটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ী টিটু চৌধুরী রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চৌধুরী বাড়ীর সোনা চৌধুরীর পুত্র। ইসমাইল একই এলাকার শরীফ পাড়ার মৃত সরবত আলীর পুত্র, আলমগীর রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্র পাড়া এলাকার মৃত ইসাহাক মিয়ার পুত্র, সালমান রাউজানের ৭নং রাউজান ইউনিয়নের হরিশখান পাড়া এলাকার সাবেক মেম্বার মকবুল আহম্মদের পুত্র।