ইস্তাম্বুলে নির্বাচনে ক্ষমতাসীনদের হার, পুনর্ভোট ঘোষণা

26

তুরস্কের ইস্তাম্বুল সিটি নির্বাচনে বিরোধীদল সিএইচপি সমর্থিত মেয়র ‘সামান্য’ ব্যবধানে জয় পাওয়ায় ‘সূ² কারচুপির’ অভিযোগ তুলেছে ক্ষমতাসীন একেপি। প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগানের দলের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে আগামী জুনে সেখানে পুনর্ভোটের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গত মার্চে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর একেপির অভিযোগ বিবেচনায় নিয়ে সোমবার এই ঘোষণা দেয় নির্বাচন কমিশন। গত ৩১ মার্চ তুরস্কের রাজধানী আঙ্কারাসহ বড় শহরগুলোতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সামগ্রিক ফলাফলে একে পার্টি নেতৃত্বাধীন জোট ৫১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হলেও আঙ্কারা, ইজমির এবং ইস্তাম্বুলের মতো শহরগুলোর মেয়র পদে জয় পেয়ে যায় ধর্মনিরপেক্ষতাবাদী সিএইচপি। ইস্তাম্বুলের ফলাফলে একেপির মেয়র প্রার্থীর সঙ্গে বিজয়ী সিএইচপির প্রার্থীর ভোটের ব্যবধান একেবারেই সামান্য দেখা যায়। এখানকার ভোটে অনেক সরকারি কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করেছে বলে অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে একেপি।
নির্বাচন কমিশনে একেপির প্রতিনিধি রিসেপ ওজেল বলেন, পুনরায় ভোটগ্রহণে আমাদের দাবির কারণ হচ্ছে যে, বেশ কয়েকটি কেন্দ্রে সরকারি কর্মকর্তারা ‘কাজ’ করেছিলেন এবং ফলাফলের কিছু কাগজে যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষর ছিল না। তবে কমিশনের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বিরোধী নেতারা। সিএইচপি’র উপ-প্রধান অনুরসাল আদিগুজেল এই সিদ্ধান্তকে ‘সোজাসুজি একনায়কতন্ত্র’ বলে আখ্যায়িত করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, সাধারণ জনগণের সিদ্ধান্ত এবং আইনকে যে সিদ্ধান্ত লঙ্ঘিত করে সেটি গণতন্ত্রও নয়; বৈধও নয়। এমন সিদ্ধান্ত প্রমাণ করে যে, একেপির বিরুদ্ধে জয় পাওয়াই মনে হয় অবৈধ।