ইরানকে ‘বড় মূল্য’ দিতে হবে : ট্রাম্প

29

ইরাকে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় ইরানকে দায়ী করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নববর্ষের সন্ধ্যায় এক টুইটে তিনি বলেন, “কোনোরকম প্রাণহানি বা ক্ষয়ক্ষতির জন্য ইরানকে ‘অনেক বড় মূল্য’ দিতে হবে।এটি কোনো সতর্কবার্তা নয়, হুমকি।” বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া নিহতের জেরে বিক্ষুব্ধরা মঙ্গলবার বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা এবং ভাঙচুর চালায়। এ ঘটনার পেছনে ইরান দায়ী বলে যে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন,ইরান তা অস্বীকার করেছে এবং এমন অভিযোগ করার স্পর্ধা দেখানোর নিন্দা জানিয়েছে। বুধবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও কাতাইব হিজবুল্লাহর ওপর মার্কিন হামলার নিন্দা জানান। মার্কিন বাহিনী গত রোববার ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর ঘাঁটিতে বিমান হামলা চালালে অন্তত ২৫ যোদ্ধা নিহত হয়। মঙ্গলবার রাজধানীতে এই যোদ্ধাদের শেষকৃত্য হওয়ার পরই যুক্তরাষ্ট্রের দূতাবাসে ওই বিক্ষোভ হয়।
দূতাবাসে বিক্ষোভকারীদের হামলা-ভাংচুর এবং নিরাপত্তা চৌকিতে আগুনের পর দেশটিতে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে টুইটে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন,“বিশ্বের যে কোনো প্রান্তেই যুক্তরাষ্ট্র তার জনগণ ও স্বার্থ রক্ষা করবে।”