ইদিলপুর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ

36

রাউজান বিনাজুরী ইউনিয়নের ঐতিহ্যবাহী ইদিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অত্র বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিনাজুরী ইউপির সাবেক চেয়ারম্যান ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সংঘপ্রিয় বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক শিশু সাহিত্যিক ও গীতিকার সমীরণ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার বাবু সুব্রত বিকাশ বড়ুয়া, বিশিষ্ট প্রকৌশলী সুকুমার বড়ুয়া, শিক্ষাবিদ কমল কান্তি বড়ুয়া, বিশিষ্ট সমাজ সেবক সুধীর বড়ুয়া। প্রভাষক অনিক বড়ুয়া ও সবুজ বড়ুয়ার সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কান্তি বড়ুয়া, সমাজ সেবক বিমল মিত্র বড়ুয়া, শিক্ষিকা রিংকু চৌধুরী, শিক্ষিকা নন্দিতা বড়ুয়া ও নিউটন বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি সমীরণ বড়ুয়া ও বিশেষ অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি