আলো জ্বালিয়ে করোনাভাইরাসের অন্ধকার মোকাবেলার ডাক মোদীর

34

বিশ্বজুড়ে ৫০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া নভেল করোনাভাইরাসের অন্ধকার মোকাবেলায় দেশবাসীকে একইসময়ে আলো জ্বালিয়ে কোভিড-১৯ এর বিরুদ্ধে জাতীয় সংহতি দেখানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার স্থানীয় সময় রাত ৯টায় সবাইকে একযোগে ঘরের সব আলো নিভিয়ে নিজ নিজ বাড়ির দরজা, জানালা কিংবা বারান্দায় ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ ও মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে অনুরোধ করেছেন তিনি। শুক্রবার ভিডিও কনফারেন্সে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মোদী এ কর্মসূচি ঘোষণা করেন বলে জানিয়েছে এনডিটিভি। “৫ এপ্রিল রোববার রাত ৯টায়, আপনারা দয়া করে ঘরের সব আলো নিভিয়ে দেবেন এবং প্রত্যেকে হাতে হয় একটি মোম, না হয় প্রদীপ কিংবা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালয়ে বারান্দায় এসে ৯ মিনিটের জন্য দাঁড়াবেন,” বলেছেন তিনি। ঘরবন্দি অবস্থায় কেউ যেন নিজেকে একা মনে না করেন সেজন্য এই কর্মসূচি দেয়া হয়েছে বলে জানান মোদী।