আবুল কাশেম ট্রাস্টের বইমেলা শুরু

45

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সরোজ সিংহ হাজারী বলেছেন, প্রিন্সিপাল আবুল কাশেম তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা করার মধ্যদিয়ে ভাষা আন্দোলনের সূচনা করেছিলেন। ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর ভাষা আন্দোলনের ঘোষণাপত্র বাংলা না উর্দু প্রকাশ করে প্রকাশ্যে ভাষা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। সে ধারাবাহিকতায় ১৯৪৮ সালের মার্চ হরতাল, পিকেটিং, সচিবালয় ঘেরাও করার মধ্যদিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ৮দফা দাবি মেনে নিয়ে চুক্তি স্বাক্ষর করান। এর মাধ্যমে সুচিত হয় ভাষা আন্দোলনের প্রথম বিজয়। ১৯৫২ সালের ২১ ফেব্রূয়ারি রক্তাক্ত বিষ্ফোরণের মাধ্যমে গৌরবোজ্জল অধ্যায়ের সুচিত হয়। গত ১৯ ফেব্রূয়ারি চন্দনাইশ কেন্দ্রীয় শহিদ মিনারে প্রিন্সিপাল আবুল কাশেম ট্রাস্টের উদ্যোগে ৫ম বারের মতো ৩দিনব্যাপী বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সরোজ সিংহ হাজারী। নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক সরওয়ার মোর্শেদ।
স্বাগত বক্তব্য রাখেন লেখক ও ভাষা আন্দোলন ইতিহাস গবেষক মাহমুদ বিন কাসেম। বোরহান উদ্দীন গিফারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মো. আবদুল মমিন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম, অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন, আমিনুল ইসলাম রুবেল, মো. নুরুল হক চৌধুরী, লেখক শাহজাহান আজাদ, শিক্ষক টিকলু দাশ, ছৈয়দ শিবলী ছাদেক কফিল, যুবনেতা লোকমান হাকিম প্রমুখ। ৩ দিনব্যাপী বই মেলায় আলোচনা সভা, কবি গান, পুঁথি পাঠ, পিঠা উৎসব, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা, প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। গত ২০ ফেব্রূয়ারি দ্বিতীয় দিনে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ড. জিনবোধি ভিক্ষু। প্রধান অতিথি থাকবেন পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরিচালক ড. আজাদ বুলবুল। কাল ২১ ফেব্রূয়ারি সমাপনী দিনে সভাপতিত্ব করবেন লেখক ও ভাষা আন্দোলন ইতিহাস গবেষক মাহমুদ বিন কাসেম। প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য্য। বিশেষ আলোচক থাকবেন লেখক শামসুল আরেফীন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন।