আনোয়ারা কেঁয়াগড় সৎসঙ্গের ধর্ম সম্মেলন

72

আনোয়ারার কেঁয়াগড় প্রিয়পরম অনুকূলচন্দ্র সৎসঙ্গের উদ্যোগে দোল পূর্ণিমায় প্রেমাবতার গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৪তম আবির্ভাব তিথিতে অনুকূলচন্দ্রের ১৩১তম আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচি গত ২১ ও ২২ মার্চ কেঁয়াগড় সৎসঙ্গ আশ্রমে অনুষ্ঠিত হয়। মহোৎসবের দ্বিতীয় দিন ২২ মার্চ মহতী ধর্মসম্মেলনে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ রাখাল চন্দ্র সিকদার। শিমুল ধরের সঞ্চালনায় ধর্ম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু। ধর্মসভার উদ্বোধন করেন সৎসঙ্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সহ-প্রতিঋত্বিক শ্রদ্ধেয় সুনীল বিকাশ দাশ। প্রধান আলোচক ছিলেন গীতাশিক্ষা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রনি। সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রাক্তন সভাপতি প্রকৃতি রঞ্জন দত্ত (শিক্ষা বিস্তারে), তরুণ সংগঠক দিদুল সিকদার (সমাজসেবায়)। আমন্ত্রিত মহাত্মা ছিলেন সহ-প্রতিঋত্বিক অধ্যাপক দিলীপ কান্তি দাশ, সীতাকুন্ড শংকর মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী হরিকৃপানন্দ গিরি মহারাজজ্জী। বিশেষ অতিথি ছিলেন জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শুভাশীষ দাশ, সৎসঙ্গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি সজীব দাশ, সাধারণ সম্পাদক পলাশ দাশ, চট্টগ্রাম জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সহ-সভাপতি দীপক ভট্টাচার্য দিপু, সাংগঠনিক সম্পাদক অসীম কান্তি দে, উপদেষ্টা পরিষদের সদস্য অরুণ দাশ, সেন্ট প্লাসিড স্কুল এন্ড কলেজের প্রভাষক সবুজ কান্তি বড়–য়া, শিক্ষক দুলাল দত্ত, ৮নং চাতরী ইউনিয়ন পরিষদের সদস্য বিকাশ ঘোষ, অজিত কুমার ধর, দেবাশীষ ধর। সভায় স্বাগত বক্তব্য রাখেন কেঁয়াগড় সৎসঙ্গের নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, মহোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিটন দত্ত। সভার প্রারম্ভে শ্রীমৎ ভগবদ্গীতা থেকে পাঠ করেন কেঁয়াগড় সৎসঙ্গের গীতা বিদ্যানিকেতনের শিক্ষার্থী রূপেষ দত্ত, অসীম কান্তি দে, পলাশ দাশ। বিজ্ঞপ্তি