আনুষ্ঠানিকভাবে স্যুয়ারেজ প্রকল্পের কাজ শুরু হচ্ছে

12

চট্টগ্রামের প্রথম স্যুয়ারেজ প্রকল্পের পরামর্শক নিয়োগ সম্পন্ন হচ্ছে আগামীকাল শনিবার। নগরীর রেডিসন ব্লু চিটাগাং বে ভিউতে চুক্তি সম্পাদনের মাধ্যমে পরার্মক নিয়োগ সম্পন্ন হবে। এরমাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্যুয়ারেজ প্রকল্পের কাজে হাত দিচ্ছে ওয়াসা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি এবং সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে চট্টগ্রামের প্রথম স্যুয়ারেজ প্রকল্পের অনুমোদন দেয় একনেক। ৩ হাজার ৮০৮ কোটি টাকার প্রকল্পটির নগরীর একটি অংশের (উত্তর-পশ্চিম অংশ) জন্য নেওয়া হয়েছে। নগরীর ৬ ভাগের এক ভাগ লোকের জন্য নেওয়া এই প্রকল্পে পয়ঃবর্জ্য অপসারণ করা হবে পাইপলাইন ও খালের মাধ্যমে। এসব বর্জ্য থেকে উৎপাদন করা হবে কম্পোস্ট সার। চট্টগ্রাম ওয়াসা প্রতিষ্ঠার ৬৫ বছর পর নেওয়া প্রথম স্যুয়ারেজ প্রকল্পটি প্রণয়নের আগে স্যুয়ারেজ মাস্টারপ্ল্যান তৈরি করা হয়। মাস্টারপ্ল্যানের আলোকে হালিশহর ও আশপাশের এলাকা নিয়ে প্রকল্পটি তৈরি করা হয়। একনেকে পাস হওয়া প্রকল্পটির পরামর্শক নিয়োগের জন্য ইতিমধ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ২৩ অক্টোবর পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক মন্ত্রণালয়ের অনুমোদন মিলেছে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলেন, শনিবার রেডিসনে পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি হবে। পরামর্শক প্রতিষ্ঠান ইতিমধ্যে কাজ শুরু করেছে। শনিবার শুধু আনুষ্ঠানিকতা মাত্র। চুক্তি সই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী, সিটি মেয়র ও পরামর্শক প্রতিষ্ঠানের চেয়ারম্যান উপস্থিত থাকবেন।
ওয়াসা সূত্র মতে, প্রকল্পটি বাস্তবায়নের পর ধাপে ধাপে পুরো নগরীতে স্যুয়ারেজ সিস্টেম চালু করা হবে। ছয়টি জোনের প্রতিটির জন্য পৃথক পৃথক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকবে। আবার এ ছয়টি জোনের সেফটিক ট্যাংকের শক্ত বর্জ্য পরিশোধনের জন্য থাকবে দুইটি শোধনাগার। স্যুয়ারেজ লাইনে বৃষ্টি, গৃহস্থালি ও টয়লেটের পানি আসে। প্রকল্পের মাধ্যমে বৃষ্টির পানি ছাড়া বাকি সব পানি পাইপের মাধ্যমে প্রতি ঘর থেকে সংগ্রহ করা হবে। এসব বর্জ্য পাইপের মাধ্যমে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে যাবে। সেখানে পরিশোধন হয়ে কম্পোস্ট তৈরি করা হবে।