আজ চসিকের বাজেট ঘোষণা

45

মেয়র হিসেবে নির্বাচিত হবার পর মেয়াদের শেষ বাজেট ঘোষণা করতে যাচ্ছেন আ জ ম নাছির উদ্দীন। আজ বেলা ১২টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) মূল মিলনায়তনে চলতি অর্থ-বছরের (২০১৯-২০২০) বাজেট ঘোষণা করবেন তিনি। একইসাথে তিনি গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সংশোধিত বাজেটও পেশ করবেন। এবছর প্রকৌশলগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে আড়াই হাজার কোটি টাকার বাজেট হতে পারে বলে জানা গেছে।
সূত্র জানায়, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে অবকাঠামোগত উন্নয়ন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে জলাবদ্ধতা নিরসন, ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে নগর উন্নয়ন খাত এবং ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটে জলাবদ্ধতা নিরসন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। মেয়র আ জ ম নাছিরের দায়িত্বকালে গত চারবারের বাজেটের মতো শেষ বাজেট নিয়েও নগরবাসীর আগ্রহ রয়েছে।
তবে যথারীতি গত চার অর্থবছরের মতো এবারো জুন মাসের ৩০ তারিখের মধ্যে বাজেট ঘোষণা করতে ব্যর্থ হলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ২০১৫-২০১৬ অর্থবছরে নির্ধারিত সময়ের দুইমাস পর ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর নিজ মেয়াদের প্রথম বাজেট ঘোষণা করেছিলেন আ জ ম নাছির উদ্দীন। ওই অর্থবছরে উন্নয়ন অনুদানকে সর্বোচ্চ আয় খাত দেখিয়ে ১ হাজার ৬৩২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে নির্ধারিত সময়ের তিনমাস পর নিজস্ব আয়খাত ভিত্তিক নিজ মেয়াদের দ্বিতীয় ২০১৬-২০১৭ অর্থবছরে ২ হাজার ২২৫ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিলেন ২০১৬ সালের ৯ অক্টোবর। নির্ধারিত সময়ের এক মাস পর ২০১৭ সালের ৩০ জুলাই ২০১৭-১৮ অর্থবছরের জন্য ২ হাজার ৩২৭ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। আর নির্ধারিত সময়ের দশদিন পর ২০১৮ সালের ১০ জুলাই গত ২০১৮-১৯ অর্থবছরের জন্য ২ হাজার ৪ শত ২৫ কোটি ৪২ লাখ ৮২ হাজার টাকার বাজেট ঘোষণা করেন তিনি।