সৃজামির গণসংগীত উৎসবে মনোমুগ্ধকর পরিবেশনা

14

সৃজামি গণসংগীত উৎসবের দ্বিতীয় দিনে বিপুল দর্শক-শ্রোতার সমাগমে মনোমুগ্ধকর পরিবেশনায় উজ্জ্বল হয়ে উঠে আয়োজন। অনুষ্ঠানের প্রারম্ভে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সম্মেলন সংগীত পরিবেশন করেন সৃজামির সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সৃজামি সঙ্গীত অঙ্গনের নবীন শিক্ষার্থীবৃন্দ। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন নাট্যনির্দেশক এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার। একক সংগীত পরিবেশন করেন শিল্পী চন্দ্রিমা বিশ্বাস ভৌমিক রাত্রি এবং লোকগান পরিবেশন করেন লোকসংগীত সাধক আব্দুর রহিম।
উল্লেখযোগ্য পরিবেশনা ছিল-সৃজামির পরিবেশনায় গীতিকার, সুরকার এবং মঞ্চাভিনেতা সৃজামির দলপ্রধান সুজিত চক্রবর্তীর পরিচালনায় সৃজামির শিল্পীবৃন্দের কন্ঠে এবং পরিবেশনায় কবিতা থেকে গান। অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ ছিল পশ্চিমবঙ্গের প্রখ্যাত গণসংগীত শিল্পী ভূপেন হাজারিকা এবং সুরকার সলিল চৌধুরীর স্নেহধন্য শিল্পী রাজু বল পরিবেশিত জাগরণের গান। সহশিল্পী ছিলেন শিল্পী রুমা বল। তাদের একক এবং যৌথ পরিবেশনায় উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আজ উৎসবের শেষ দিনের অনুষ্ঠানমালা শুরু হবে বিকেল ৫টায় একাডেমীর মুক্তমঞ্চে। বিজ্ঞপ্তি