রাঙ্গুনিয়ায় পথ নাটক শান্তির বিজয় অনুষ্ঠিত

47

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান, জোর করে ভোট আদায় থেকে বিরত থাকা, ভোটের পরিবেশ সহনশীল রাখা নির্বাচনে সহিংসতা না করার লক্ষেই রাঙ্গুনিয়ার ৭টি স্পর্টে শান্তির বিজয় পথ নাটক মঞ্চস্থ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ডিসেম্বর উপজেলার গোচরাচৌমনী, ধামাইর হাট, রোয়াজার হাট,ইছাখালী, মরিয়াম নগর চৌমনি, লিচুবাগান শান্তির হাট, পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে। এসময় নাটকটি দেখার জন্য স্থানীয় নানা ধরনের জনসাধরণ ভীড় করে।
নাটকটির মধ্য দিযে এলাকার শত মানুষ সন্ত্রাস করে ভোট আদাযের বিরুদ্ধে জনমত সৃষ্টি হয়। হুমকি দিয়ে ভোট পাওয়া যায়না, সামনা সামনি কালাকুলি পিছনে গেলে পিঠে ছুরি এমন নেতা হলে ভোট পাওয়া যায়না পথ নাটকে নানা চরিত্রের মাধম্যে ফুটে উঠে। ঘন্টাব্যাপী নাটকটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের নাট্যকলা বিভাগের ছাত্র ছাত্রীরা অভিনয় করেন।
লিচুবাগানে নাটকটি মঞ্চায়নের শেষে নাটকের আয়োজকরা উপস্থিত জনসাধরনের মতামত নয়। এ সময় উপস্থিত ছিলেন মহিউদ্দিন রোখন, ফরহাদ চৌধুরী, মাসুদ নাসির প্রমুখ।