৭ বছর পর ছাড়া পেল নাইজেরিয়ান ছাত্রীরা

13

 

সাত বছর পর ছাড়া পেয়েছে বোকো হারামের জঙ্গিদের হাতে অপহরণ হওয়া নাইজেরিয়ান স্কুলছাত্রীরা। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার (৭ আগস্ট) মুক্তি পাওয়া ছাত্রীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও পুরোপুরি নিশ্চিত নয় যে, অপহৃত আরও শিক্ষার্থী আটক আছেন কিনা। আফ্রিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই শহরে অপরাধের মাত্রা অত্যন্ত বেশি। মারামারি, অপহরণের ঘটনা নিয়মিত ঘটেই চলে এখানে। এ বিষয়ে সরকারের গাফিলতির অভিযোগ তোলেন সাধারণ নাগরিকরা। এর আগে ২০১৪ সালের ১৪ এপ্রিল ১২-১৭ বছর বয়সী প্রায় ৩শ ছাত্রীকে নাইজেরিয়ার উত্তর-পূর্বঞ্চলীয় প্রদেশ চিবোক থেকে অপহরণ করেছিলেন বোকো হারামের সদস্যরা।
ছাত্রীদের মুক্তির জন্য দেশে-বিদেশে ‘#ব্রিং-ব্যাক-আওয়ার-গার্লস’ শিরোনামে অনলাইন ক্যাম্পেইন শুরু হয়। এই পর্যন্ত কয়েক দফায় ২শ ছাত্রীকে মুক্তি দিলেও আরও শতাধিক শিক্ষার্থীর সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।