৪ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

2

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে গড়ে ওঠা চার শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। হাইকোটের নির্দেশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। গতকাল সোমবার সকালে পরিচালিত অভিযানে সৈকতের সুগন্ধা, কলাতলী এবং লাবণি পয়েন্টের এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, উচ্চ আদালতের নির্দেশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। সৈকতে ৫ শতাধিক দোকানের মধ্যে ৪১৭টি উচ্ছেদ করা হয়েছে। অন্য দোকানগুলোর বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি আদেশ থাকায় পরবর্তী সময়ে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানসহ অন্যান্য ম্যাজিস্ট্রেট।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, ‘যাদের দোকান উচ্ছেদ হয়েছে তাদের পুনর্বাসনের জন্য সরকারকে জানানো হবে।
অভিযানে পুলিশ, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন।