৩৩৩ নম্বরে ফোন পেয়ে খাবার নিয়ে হাজির নাইক্ষ্যংছড়ির ইউএনও

16

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাবার পেলেন নাইক্ষ্যংছড়ির আর্দশ গ্রামের নূর নাহার। তার স্বামীর নাম মত আবদুল আলিম। গত ৩১ জুলাই বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌসি এ খাবার তুলে দেন নুর নাহারের হাতে। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন। উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস বলেন, করোনা মহামারি, প্রাকৃতিক দুর্যোগ অথবা অন্য কোনভাবে কর্মহীন হয়ে পড়ার কারণে বাড়িতে খাদ্য সংকট দেখা দিলে ৩৩৩ এ ফোন করার জন্যে সরকারের নির্দেশনা রয়েছে। তিনি আরো বলেন, ফোন পাওয়া সাপেক্ষে যতদ্রুত সম্ভব খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এ বিষয়ে স্থানীয় পর্যায়ে প্রচারণা করার জন্য এ বিষয়ে চিঠি পাঠিয়ে দেয়ে হয়েছে। যাতে সাধারণ জনগণ এ সেবা সম্পর্কে অবহিত হতে পারেন। এলাকার একজন লোকও যাতে খাদ্য সংকটে না থাকে সে বিষয়ে সরকার যথেষ্ট আন্তরিক। তিনি সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানান। খাবার পেয়ে নুর নাহার বলেন, তিনি ৩ দিন ধরে খাবার রান্না করতে পারে নি। বন্যায় আটকে উপোসে ছিলেন। আর খাবার পেয়ে সে দারুণ খুশি।