২৮ লাখ ৫১ হাজার রিটার্ন জমা পড়েছে

8

পূর্বদেশ ডেস্ক

চলতি ২০২২-২৩ অর্থবছরে ব্যক্তি শ্রেণির ২৮ লাখ ৫১ হাজার করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। এর বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৪ হাজার ১শ’ কোটি টাকা। গতবছরের তুলনায় এবার রিটার্ন জমা পড়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশ বেশি এবং রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে ২৪ দশমিক ৯৬ শতাংশ। এনবিআর সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। গত ২০২১-২২ অর্থবছরে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২২ লাখ ৯৯ হাজার ৬২৫ এবং এর বিপরীতে আয়কর এসেছিল তিন হাজার ২৮১ কোটি টাকার। বর্তমানে দেশে প্রায় ৮২ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। খবর বাসসের
এনবিআর সূত্র আরও জানায়, এবার রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন জমা পড়েছে ২ লাখ ৫০ হাজার। আবেদনকারি সবাই রিটার্ন দাখিল করলে চলতি অর্থবছরে রিটার্ন জমার পরিমাণ ৩১ লাখ ছাড়িয়ে যাবে। উল্লেখ্য, আয়কর অধ্যাদেশ অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন ছিল গত ৩০ নভেম্বর। তবে ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের প্রেক্ষিতে রিটার্ন দাখিলের সময় ১ মাস বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু ৩০ ও ৩১ ডিসেম্বর সরকারি ছুটি হওয়ায় গত ১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের সময় পান করদাতারা।