১২ হাজার ৫শ কর্মী ছাঁটাই করবে নিশান

24

বিশ্বজুড়ে ১২ হাজার ৫শ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান। আগামী তিন বছরে ধাপে ধাপে এ ছাঁটাইয়ের কাজ চলবে। বছরের প্রথম তিন মাসে লভ্যাংশ না আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন কোন জায়গায় এ ছাঁটাই চালানো হবে তা সুনির্দিষ্ট করে জানায়নি নিশান কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে নিশানের ১ লাখ ৩৯ হাজার কর্মী নিয়োজিত রয়েছে।২০১৯ সালের প্রথম তিন মাসে নীট আয়ের পরিমাণ ৯৪.৫ শতাংশ কমে হয়েছে।
বলা যায়, ওই সময়ের মধ্যে লাভের দেখা পায়নি প্রতিষ্ঠানটি। পূর্বে ৪৮০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিলেও বুধবার গুঞ্জন শোনা যাচ্ছিলো সব মিলে অন্তত ১০ হাজার কর্মীকে ছাঁটাই করতে পারে নিশান। তবে সে ধারণাকেও ছাড়িয়ে গেছে কোম্পানিটি। কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে আগামী তিন বছরে ১২ হাজার ৫০০ কর্মকে চাকরি হারাতে হবে। ২০২২ সালের শেষ নাগাদ নিজেদের উৎপাদন সক্ষমতা ও মডেলের সংখ্যা ১০ শতাংশ কমিয়ে আনবে নিশান। যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে নিশানকে। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা করে বিক্রি ঠিক রাখতে সেখানে বড় ধরনের ছাড় দিতে হচ্ছে তাদের। কোম্পানিটি জানিয়েছে, বছরের প্রথম তিন মাসে ইউরোপ, এশিয়া, ওশেনিয়া, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় গাড়ি বিক্রির হারে বড় ধরনের পতন হয়েছে। নিশানের প্রেসিডেন্ট হিরোতো সাইকাওয়া এক সংবাদ সম্মেলনে জানান, বিশ্বজুড়ে আটটি স্থানে এরইমধ্যে উৎপাদন কমিয়ে এনেছে তার কোম্পানি।
২০২০ সালের মার্চ নাগাদ নিশান কর্তৃপক্ষ ৬ হাজার ৪শ জনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।