হাড়হিম ঠান্ডাতেও উষ্ণতম বছর, আলাস্কা এখন-৫১ ডিগ্রি

30

বস্তুত আমেরিকার পশ্চিম উপকূলের এই প্রদেশটির উত্তর অংশ ও প্রত্যন্ত অঞ্চলের তাপমাত্রা এখন -৩৭ ডিগ্রি থেকে -৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। এমনকী দিনেও অবস্থা সুবিধার নয়। বড়জোড় -৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠছে থার্মোমিটারের পারদ। সদাসঙ্গী ঘন হিমকুচি দেওয়া কুয়াশা ও ঝুরঝুরে বরফবর্ষণ। এই সময় ডিজিটাল ডেস্ক: কয়েক ফুট বরফের তলায় থমকে যাওয়া ম্যানহাটন। বরফ-ঝড়ের হাত থেকে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে ঠাঁই নিয়েছেন একদল তরুণ-তরুণী। ‘দ্য ডে আফটার টুমরো’ ছবির দৃশ্যগুলি মনে পড়ে? আলাস্কার বাস্তবছবিটা এ মুহূর্তে আলাদা নয়। শনিবার সকালে সেখানকার আলাকাকেট শহরের তাপমাত্রা নেমেছিল -৫১ ডিগ্রি সেলসিয়াসে। ভাবছেন ব্যতিক্রমী কিছু? তবে শুনুন, গত দশ দিন ধরে বেটেলস শহরের তাপমাত্রা হিমাঙ্কের উপরে ওঠেনি। এ দিন সকালে তা ছিল -৪৮ ডিগ্রি সেলসিয়াস। বরফের চাঙড়ে ঢাকা ওই এলাকা মঙ্গলপৃষ্ঠের গড় শীতকালীন তাপমাত্রাকে রীতিমতো টেক্কা দিতে পারে এখন।
বস্তুত আমেরিকার পশ্চিম উপকূলের এই প্রদেশটির উত্তর অংশ ও প্রত্যন্ত অঞ্চলের তাপমাত্রা এখন -৩৭ ডিগ্রি থেকে -৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। এমনকী দিনেও অবস্থা সুবিধার নয়। বড়জোড় -৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠছে থার্মোমিটারের পারদ। সদাসঙ্গী ঘন হিমকুচি দেওয়া কুয়াশা ও ঝুরঝুরে বরফবর্ষণ। প্রকৃতির এমন ‘চরমপন্থী’ হাবভাবে নাকানিচোবানি দশা বিশেষজ্ঞদের। কারণ উষ্ণতা বৃদ্ধির কারণে রেকর্ড গড়ে ২০১৯ শেষ করতে চলেছে আলাস্কা। এ বছর দাপুটে গ্রীষ্মে যেমন কষ্ট পেয়েছেন সেখানকার বাসিন্দারা, তেমনই তাঁদের ভোগান্তি বাড়িয়েছে দাবানল। উধাও হয়েছে সমুদ্রবরফ।