হালদা থেকে ফের অতিবিপন্ন প্রজাতির মৃত ডলফিন উদ্ধার

3

হাটহাজারী প্রতিনিধি

হালদা নদী থেকে একটি অতিবিপন্ন প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হালদা নদীর মদুনাঘাট বড়ুয়া পাড়া এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, হালদায় নিয়মিত টহল দেওয়ার সময় নদীতে ভাসতে থাকা মৃত ডলফিনটি উদ্ধার করে তারা উত্তর মাদার্শা রামদাস মুন্সিহাটস্থ হালদা অস্থায়ী নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম জানান, নৌ পুলিশের মাধ্যমে উদ্ধার করা ডলফিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, হালদা থেকে উদ্ধার করা মৃত ডলফিনটি বৃহস্পতিবার আড়াইটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের পেছনে মাটিচাপা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মৃত ডলফিনটির দৈর্ঘ্য ৫৯ ইঞ্চি এবং ওজন প্রায় ৪০ কেজি। এটি ছিল হালদা নদী থেকে উদ্ধারকৃত ৩০তম মৃত ডলফিন। এর পচে যাওয়া দেহে কোন আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।