হামাসের কাছে যুদ্ধে হেরে গেছে ইসরায়েল

8

হামাসের কাছে যুদ্ধে হেরেগেছে ইসরায়েল এমনটাই মনে করেন ইজাক ব্রিক নামের ইসরায়েলের সাবেক এক কমান্ডার। ইসরায়েলি বাহিনীর বর্তমান অবস্থার সমালোচনা করে তিনি বলেছেন, আপনি দীর্ঘদিন এত মানুষের কাছে মিথ্যা বলতে পারবেন না।
আগে অথবা পরে গাজা উপত্যকায় এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে কী হচ্ছে সেটি আমাদের মুখের ওপর বিস্ফোরিত হয়ে প্রকাশিত হবে।
তিনি বলেন, ইসরায়েলি হোম ফ্রন্ট কোনো আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়। কেননা এই যুদ্ধ গাজায় যুদ্ধের চেয়ে হাজার গুণ কঠিন এবং গুরুতর হবে।
এই সাবেক কমান্ডার বর্তমান ইসরায়েলি চিফ অব স্টাফের সমালচনা করে বলেন, হারজি হালেভি গর্তে পড়েছেন, তিনি অনেক আগেই পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছেন, নিজের পছন্দের কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল নিয়োগ দিয়ে চলেছেন। একে ইসরায়েলি সেনাবাহিনী প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে গুরুতর কেলেঙ্কারি মন্তব্য করেন তিনি। ব্রিক বলেন, আমরা ইতোমধ্যেই হামাসের সঙ্গে যুদ্ধে হেরে গেছি এবং বিশ্বে আমাদের মিত্রদেরও হারাতে বসেছি।