হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ট্রেড লাইসেন্স পৌঁছে যাচ্ছে দোকানে!

39

হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে সার্ভিস এট ডোর স্টেপ কর্মসূচির বদৌলতে ট্রেড লাইসেন্স পৌঁছে যাচ্ছে দোকানের দুয়ারে। গত ১২ অক্টোবর রাজস্ব আদায় বৃদ্ধি এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের কামদর আলী চৌধুরী বাজারে ব্যবসায়ীদের সেবা দেওয়ার মাধ্যমে এ সেবামূলক ব্যতিক্রমী কর্মসূচির সূচনা করেন ইউএনও রুহল আমীন। এ ব্যাপারে ইউএনও রুহুল আমীন বলেন, সার্ভিস এট ডোর স্টেপের উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় বৃদ্ধি করা। তাই এ কর্মসূচির অংশ হিসেবে দোকানের সামনেই তাৎক্ষণিক লাইসেন্স প্রদান এবং নবায়ন করা হচ্ছে। সেবাপ্রার্থী পরিষদে যাওয়ার পরিবর্তে সেবা প্রার্থীদের কাছে আমরা নিজেরা আসছি। কর্মসূচির শুরু ৪ দিনে তিন শতাধিক ব্যবসায়ী দোকানে বসে ট্রেড লাইসেন্স পেয়েছেন বলে তিনি জানান।