হাটহাজারী উপজেলা প্রশাসনের সমন্বয় সভা

90

হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ১৬ অক্টোবর আসন্ন শারদীয় দূর্গা পূজা সুন্দর ও সুষ্ঠু পরিবেশে উদযাপনের লক্ষে এক সমন্বয় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিমন মুহুরী, কেন্দ্রীয় নির্দেশনা উপস্থাপন করেন পূজা পরিষদের সভাপতি মাস্টার অশোক কুমার নাথ, প্রশাসনিক আইন শৃঙ্খলা বিষয়ক বক্তব্য রাখেন ওসি মাসুদ আলম সহ সকল অফিসার, আনসার পিডিবি ও ফায়ার সার্ভিস কর্মকর্তাবৃন্দ। বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক অলক মহাজন, উপজেলা সহ সভাপতি বিবেকানন্দ রায়, পার্থ সারথী পাল, বিজয় দত্ত, রণজিত চক্রবর্তী, পাঁচকড়ি শীল, লিটন ভট্টাচার্য, সুজন তালুকদার, জগদীশ রুদ্র, দীপক মজুমদার, জয়তু শীল, নির্মল নাথ, পরিমল নাথ, হারাধন চৌধুরী, কল্যাণ পাল, রাজেশ দেব, সৃজন দাশ, রুদ্র আচার্য, নেপাল নাথ, সৈয়দ মোরশেদুজ্জামান। এ বছর হাটহাজারী ১০৭ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। সভাপতির বক্তব্যে ইউএনও রুহুল আমিন বলেন, অন্যান্য উপজেলা থেকে হাটহাজারী উপজেলার পূজার্থীরা খুব ভালো, প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক গঠন সহ সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা প্রদান করেন। মাস্ক ছাড়া পূজা মন্ডপে প্রবেশ নিষেধ এবং বিজয়া দশমীতে কোন শোভাযাত্রা করা যাবেনা। কোথাও কোনো সমস্যা দেখা দিলে উপজেলা প্রশাসনকে অবহিত করার আহব্বান জানান। বিজ্ঞপ্তি