হাটহাজারীতে ব্র্যান্ডের রঙচঙ্গা প্যাকেটে মিললো লোকাল বীজ

46

নামিদামি ব্র্যান্ডের রঙচঙ্গা প্যাকেট কেটে তার মধ্যে নিম্নমানের লোকাল (স্থানীয়) বীজ ঢুকিয়ে কৃষকের সাথে প্রতারণা করে আসছিল হাটহাজারী পৌরসভারস্থ মডেল থানার দক্ষিণে মুরগী হাট এলাকার এক শ্রেণির অসাধু বীজ ব্যবসায়ী। এতে করে দীর্ঘদিন ধরে এসব নিম্নমানের লোকাল (স্থানীয়) বীজ কিনে ঠকছিলেন কৃষকরা। গত ১৭ অক্টোবর উক্ত এলাকার নাজিম বীজ ভান্ডারে ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযানে বীজ ভান্ডারের মালিক এমনটা স্বীকার করেন। দুপুরে পরিচালতি ওই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন। এ ব্যাপারে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী ইউএনও রুহুল আমিন বলেন, গত বৃহস্পতিবার এক কৃষক নাজিম বীজ ভান্ডার হতে ১০০ গ্রামের একটি বীজের প্যাকেট ক্রয় করে।
এ সময় প্যাকেটের পিছনে টেপ লাগানো দেখে সন্দেহ হয়। পরে টেপ খুলে দেখতে পাই, প্যাকেটে ভিতর কোম্পানি বীজের সাথে লোকাল বীজ মিছিয়ে দেওয়া হয়েছে। ওই কৃষক তাৎক্ষণিক আমাকে বিষয়টি অবহিত করে। তিনি আরও বলেন, এ কৃষকের অভিযাগে পেয়ে সরেজমিনে নাজিম বীজ ভান্ডারে অভিযান পরিচালনা করি। এ সময় ব্র্যান্ডের রঙচঙ্গা প্যাকেট কেটে তার মধ্যে লোকাল বীজ ঢুকিয়ে কৃষকের সাথে প্রতারণা করেন বলে স্বীকার করে। তাই সে ভ্রাম্যমাণ আদালতের কাছে মুচলেকা দেয় এবং কৃষকের কাছে কাছে ক্ষমা প্রার্থনা করে। পরে তাকে বাজার কমিটির জিম্মায় দিয়ে আসা হয়।