হাটহাজারীতে পরিত্যক্ত ঘর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্বার

4

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে পরিত্যক্ত ঘর থেকে নবতি বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত বৃদ্ধের নাম আবদুর ছবুর। তিনি উপজেলার মধ্যম মাদার্শা এলাকার আবদুল রহমান টেন্ডলের বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে। গত ৩১ জুলাই দুপুর ২টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেকান্দর পাড়াস্থ হালদা নদীর তীরে একটি পরিত্যক্ত ঘর থেকে এ বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান। তিনি জানান, দীর্ঘ ৩০ বছর ধরে মৃত আবদুর ছবুর হালদা নদীর তীরে আবুল হাসেম নামে জনৈক এক ব্যক্তির ওই পরিত্যক্ত ঘরে একা বসবাস করত। সে কখনও ভিক্ষা করতো, আবার কখনও আচার ও আইসক্রিম বিক্রি করতো। মরদেহটিতে পচন ধরে গন্ধ বের হয়েছে। ধারণা করছি, বিগত ৮-১০ দিন আগে এই পরিত্যক্ত ঘরটিতে তার মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর মরদেহটির সুরুত হাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।-