হাটহাজারীতে গণপিটুনির শিকার ২ যুবক

21

ডিবি (ডিটেশটিভ ব্রাঞ্চ) পরিচয় দিয়ে টাকা চাইতে গিয়ে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে দুই যুবক স্থানীয়দের গণপিটুনির শিকার হয়েছে। এরা হলেন মো. আরিফ ও মো. শাহাজাহান। গত ১৮ এপ্রিল এ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোহাম্মদ আকবরের বাড়িতে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় গণপিটুনিতে গুরুতর আহত আরিফকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা তারিকুল কালাম তুহিন ও মো. নাজিম জানান, গত রবিবার সন্ধ্যায় ইফতারের আগ মূহুর্তে ডিবির পরিচয়ে গড়দুয়ারা ইউনিয়নের মোহাম্মদ আকবরের বাড়িতে টাকা চাইতে গেলে আরিফ ও তার সঙ্গীয় শাহাজাহান নামে দুই যুবককে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা আরও বলেন, স্থানীয়দের গণপিটুনির শিকার আরিফ বিভিন্ন সময় পুলিশের সোর্স অথবা ডিবি অফিসার পরিচয় দিয়ে নানাভাবে জনসাধারনকে ভয়ভীতি ও হয়রানি করে অর্থ আদায় করে আসছিল। ঘটনার সত্যতা জানতে চাইলে হাটহাজারী মডেল থানার এস আই হারুণ জানান, গণপিটুনির শিকার দুই যুবক ডিবি পরিচয়ে কারো কাছে টাকা চাইতে যায়নি। তাদেরকে স্থানীয় এলাকাবাসী সন্দেহজনকভাবে গণপিটুনি দিয়েছে। আহতদের একজন চমেক হাসপাতালে ভর্তি আছে। বিষয়টি অবহিত হয়ে আমরা ঘটনাটি খতিয়ে দেখছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।