হাজং সম্প্র্রদায়কে নিয়ে তথ্যচিত্র ‘হাজংদের জীবন সংগ্রাম’

13

 

হাজং সম্প্রদায়কে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘হাজংদের জীবন সংগ্রাম’। সুজন হাজং-এর কবিতা অবলম্বনে তথ্যচিত্রটি বানিয়েছেন সোহেল রানা বয়াতি। এ তথ্যচিত্রে উঠে এসেছে প্রান্তিক হাজং সম্প্রদায়ের ব্রিটিশ বিরোধী আন্দোলন, টংক আন্দোলন, জমিদার প্রথা উচ্ছেদ, হাতি খেদা আন্দোলন, মহান স্বাধীনতা সংগ্রামে তাঁদের বীরত্ব ও সাহসিকতার গল্প। বাংলাদেশের নেত্রকোণা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর, শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী এবং ময়মনসিংহ জেলার উত্তর অঞ্চল ও সিলেট জেলায় হাজংদের বসবাস। ঐতিহাসিক ‘হাজং বিদ্রোহ’, ‘তেভাগা আন্দোলন’, ‘টঙ্ক আন্দোলন’ ইত্যাদির নেতৃত্বে হাজংরা অগ্রণী ভূমিকা রেখেছেন। ‘হাজংদের জীবন সংগ্রাম’ তথ্যচিত্রের চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস ও আশিক মাসুদ।