হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছি : উত্তর কোরিয়া

14

 

 

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, এই বছরের প্রথম বড় কোনও পরীক্ষায় বুধবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। কেসিএনএ জানিয়েছে, এটি সাতশ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হেনেছে। বিবিসির খবরে বলা হয়েছে, এনিয়ে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত ছোটা এই ক্ষেপণাস্ত্রটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে দীর্ঘ সময় শত্রুর নজরদারি এড়াতে সক্ষম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা সক্ষমতা জোরালো করার প্রতিশ্রুতি দেওয়ার পর ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো। নববর্ষে দেওয়া এক ভাষণে কিম জং উন বলেন, পিয়ংইয়ং প্রতিরক্ষা সক্ষমতা জোরালো করা অব্যাহত রাখবে কেননা কোরীয় উপত্যকার সামরিক পরিবেশ ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ায় গত বছর বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।