‘হযরত খাদিজাতুল কোবরা দুনিয়ার রমণীদের আদর্শ’

16

ইসলামিক ফ্রন্ট বংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিন বলেছেন- রাসূল (দ.) এর নবুওয়াত প্রাপ্তির পর হযরত খাদিজাতুল কোবরা (রা্দ্িব) সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনিই একমাত্র মহিলা যাঁকে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছিল। নবী (দ.) জীবনে এই মহিয়সী নারী ছিলেন আল্লাহর এক বিশেষ নেয়ামত স্বরূপ। দীর্ঘ পঁচিশ বছর যাবত আল­াহ্র নবীকে (দ.) সাহচর্য দিয়ে, সেবা-যত্ন দিয়ে, অভাব-অনটনে সম্পদ দিয়ে এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে ইসলামের সুরক্ষায় তিনি যে অনন্য অবদান রেখেছেন তা ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। সকল প্রকার আরাম-আয়েশ উপেক্ষা করে মা খাদীজা (রাদ্বি) ইসলামের গোপন প্রচার কার্যে রাসূলকে (দ.) পূর্ণমাত্রার সহযোগিতা দিয়ে গেছেন। তিনি দুনিয়ার তাবৎ রমণীদের জন্য চির উজ্জ্বল ও চির অম্লান এক আদর্শ। ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গত ৩১ মার্চ নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে হযরত খাদিজাতুল কোবরার ওফাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি রাজনীতিবিদ স ম হামেদ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ওয়াহেদ মুরাদ।
স ম শওকত আজিজ আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুরুল আমিন, মাওলানা বশির আহমদ, এস এম আবু সাদেক ছিটু, ছাত্রনেতা ফরিদুল ইসলাম প্রমূখ। আখেরী মুনাজাত পরিচালনা করেন আল্লামা ফয়েজ নঈমী। বিজ্ঞপ্তি