স্মরণসভায় ডা. শফিউল আজম অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করেছেন আবদুল্লাহ আল হারুন

0
স্মরণসভায় ডা. শফিউল আজম অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ  করেছেন আবদুল্লাহ আল হারুন

সাবেক গণপরিষদ সদস্য, অবিভক্ত চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল হারুন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আবদুল্লাহ আল হারুন স্মৃতি পরিষদ’ এর উদ্যোগে স্মরণসভা গত শনিবার সংগঠনের মির্জাপুল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতির বক্তব্যে স্মৃতি পরিষদের সভাপতি ও বিএমএ’র কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. শেখ শফিউল আজম বলেন, মরহুম আবদুল্লাহ আল হারুন মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। একটি অসাম্প্রদায়িক, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি আজীবন কাজ করে গেছেন। তার মতো আদর্শিক রাজনীতিবিদ বর্তমানে সময় বিরল বলা যায়। ব্যক্তিস্বার্থ এক দুর্বৃত্তায়নের রাজনীতির ঊর্ধ্বে উঠে আবদুল্লাহ আল হারুন মানুষের জন্য কাজ করেছেন, মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। আজকের অস্থির এই সময়ে তার মতো রাজনীতিবিদের বড়ই প্রয়োজন। সমাজ, রাজনীতি এবং দেশে সুস্থধারার চর্চা করতে চাইলে অবশ্যই হারুনদের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের আদর্শকে ধারণ করতে হবে। তাহলেই কেবল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব।
তিনি স্মরণসভায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। স্মরণসভায় পরিষদ নেতাদের মধ্যে বক্তব্য দেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী আকবর, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম, প্রাইমারি প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহবুবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি