মোহরা ওয়ার্ডে মেয়র পদপ্রার্থী রেজাউল করিমের মতবিনিময়

22

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আবারো সক্রিয় আওয়ামী লীগের কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটিগুলো। গতকাল আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীর সাথে মতবিনিময় সভায় মিলিত হন নগরের ৫নং মোহরা ওয়ার্ডের বিভিন্ন ভোট কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় রেজাউল করিম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। এর মধ্যেও বলা যায়, চট্টগ্রামের উন্নয়নে তাঁর রয়েছে বিশেষ আন্তরিকতা। মোহরা ও চান্দগাঁও অনেক আগেই এলাকা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও এ এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়ে। ২০০৮ সালের আগেও মোহরা ছিল অনেকটা নিভৃত পল্লীর মতই। সেদিনের মোহরার সাথে আজকের মোহরাকে আর মেলানো যাবে না। উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রতিটা ক্ষেত্রে আওয়ামী লীগকে বিজয়ী করা উচিৎ। মানুষকে বুঝাতে হবে আওয়ামী লীগ পেরেছে, আওয়ামী লীগই পারবে। বোঝাতে হবে মানুষ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে নৌকা ভোট দিয়েছে আর পেয়েছে স্বাধীন দেশ।
৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক মো. নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হাজী আবু তাহের, ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন, ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক খালেদ হোসেন খান (মাসুক), আহবায়ক কমিটির সদস্য এস এম আনোয়ার মির্জা, ইমতিয়াজ চৌধুরী, আহমেদুর রহমান, নাজিম উদ্দিন চৌধুরী, হাসান মুরাদ চৌধুরী, মো. ফারুখ, সোলেয়মান চৌধুরী, নজরুল ইসলাম, অলিদ চৌধুরী, এসকান্দর আলী, মো. জসিম উদ্দিন, শামসুল আলম, ইলিয়াছ ইলু, শফিকুর রহমান শফিক, মো. সাইফুদ্দিন, আবু তৈয়ব, মো. জাহাঙ্গীর সওদাগর, মো. হানিফ, জাহিদ হোসেন, মো. সিরাজ, মেজবাহ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি