স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

3

অগ্রণী ব্যাংক :
বাঙালির গৌরবের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। দিবসের কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ সকালে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

সোনালী ব্যাংক :
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করেছে সোনালী ব্যাংক পিএলসি। গত ২৬ মার্চ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আফজাল করিমের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ইসলামী ব্যাংক :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ব্যাংকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন ও মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহী ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আমার চট্টগ্রাম :
২৬শে মার্চ মহান স্বাধীনতা উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সংগঠন ‘আমার চট্টগ্রাম’র প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা কেবিএম. শাহজাহান। চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান উপদেষ্টা ও সংগঠনের সভাপতি আলহাজ সাদেক হোসেন চৌধুরী পাপ্পু, নগর স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন, নগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মনোয়ার জাহান মনি, চান্দগাঁও থানা আওয়ামী লীগ নেতা শামসেদ খোকন, সাবেক ছাত্রনেতা পংকজ রায়, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল হক, আব্দুল মতিন, আব্দুল বাতেন,শাহাদাত হোসেন রনি, গিয়াস উদ্দিন রিফাত, হাজী মোহাম্মদ সেলিম, জাহেদ হোসেন টিটু প্রমূখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যাল:
ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৫ মার্চ গনহত্যা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা প্রধান শিক্ষক সুনীল কান্তি দে সভাপতিত্বে লিটন শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মৃদুল মোহরের। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য অঞ্জন কুমার চৌধুরী, অভিভাবক সদস্য লায়ন রিমন কান্তি মুহুরী। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারী নাথ, টিটু মোহরের, জগন্নাথ চন্দ্র দাস, সুদীপ্ত চৌধুরী, সাকী দেব, রুজি দাশ প্রমুখ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মৃদুল মোহরেরকে সংবর্ধনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

মৎস্যজীবী লীগ :
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা নতুন ফিশারীঘাট অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ আমিনুল হক (বাবুল সরকার)। সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেদ হায়দার খান। এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা তাঁতী লীগের সভাপতি দিদারুল আলম দিদার, চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি আলহাজ কাউসারুজ্জামান, সেলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন, প্রবীর দাশ, শামসুল আলম, অর্থ-সম্পাদক আনিসুর রহমান আনিস, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নুরুল আমিন, নগর সদস্য আব্দুর শুক্কুর, কোতোয়ালী থানার আহবায়ক জয়নাল আবেদীন, বাকলিয়া থানার সভাপতি সেলিম উদ্দিন শেকু, আব্দুল নুর টিপু, মো. মোরশেদ, আব্দুল মোনাফ, মো. মোস্তফা, শ্যামল দাশ, মো. মিন্টু প্রমুখ। বিজ্ঞপ্তি