স্টেশন মাস্টারদের সহযোগীতার আশ্বাস রেলমন্ত্রীর

6

গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে স্টেশন মাষ্টারদের বেতন বৈষম্যের মামলায় মাননীয় সুপ্রীম কোর্টের দেয়া রায় বাস্তবায়নে রেল প্রশাসনের কালক্ষেপন না করার লক্ষ্যে রেল মন্ত্রী এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজনের সাথে মত বিনিময় করেন। এসময় মন্ত্রী নেতৃবৃন্দের সাথে কথা বলে দ্রুত রায় বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। মত বিনিময় সভার পূর্বে সংগঠনের আহব্বায়ক মো. জাফর উল্ল্যাহ মজুমদার ও সদস্য সচিব মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ৪ বিভাগের নেতৃবৃন্দের অংশগ্রহণে ঢাকা কমলাপুর রেল ষ্টেশন প্রাঙ্গন হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রেলঙ্গণের বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে রেল ভবনে গিয়ে শেষ শেষ হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহব্বায়ক এটিএম মুসা, মো. সাজেদুর রহমান, এস.এম ফকরুল আলম পারভেজ, আব্দুস সালাম ভ‚ইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি